অনলাইন ডেস্ক:
কাবুল বিমানবন্দরে একটি শিশুর কান্না ভেসে আসছিল। একটানা কান্না করেই যাচ্ছিল শিশুটি। সেই শব্দ শুনে বিমানবন্দরের কর্মীরা এগিয়ে যান শিশুটির পাশে। তাকে উদ্ধার করে নিয়ে যান নিরাপদে। যদিও তার কান্না থামছেই না।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শিশুটির মা-বাবার খোঁজ মেলেনি এ প্রতিবেদন লেখা পর্যন্ত।
তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার পর একটার পর একটা মর্মান্তিক ছবি, ভিডিও ভেসে আসছে নেট দুনিয়ায়। প্রাণে বাঁচতে প্লেনে ওঠার জন্য হুড়োহুড়ি, উড়ন্ত প্লেন থেকে ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য সবার চোখের সামনে ভাসছে। এরমধ্যে ওই শিশুর কান্নার মর্মান্তিক ছবিও ছড়িয়ে পডেছে নেটে।
বিমানবন্দরের কর্মীদের অনুমান, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে এসেছিল। এরপর কোনোভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায়।
সেরা টিভি/আকিব