দীর্ঘদিন ধরে হেলাল হাফিজ গ্লুকোমায় আক্রান্ত। পাশাপাশি কিডনির জটিলতা, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে। কয়েক সপ্তাহ আগে উনার কোভিড টেস্ট করা হয়েছিল। তখন রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্যেই সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর। কবি হেলাল হাফিজের কবিতা পাঁচ দশক ধরে মানুষের মুখে মুখে ফেরে। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয়।
সেরা টিভি/আকিব