সেরা জব ডেস্ক:
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই করা যাবে আবেদন। ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বাংলা ও ইংরেজীতে কম্পিউটার টাইপিং গতি মিনিটে ২০ ও ২০ হতে হবে। ১৭ আগস্ট ২০২১ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে বয়স ৩২ বছর গ্রহণযোগ্য হবে। আগ্রহীরা এই ওয়েবসাইট (http://www.techedu.gov.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করার পর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঢাকা অফিসে ডাকযোগে পাঠাতে পারবেন।
চাকরির বিজ্ঞাপন
সেরা টিভি/আকিব