স্টাফ রিপোর্টার:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তিনি করোনা নেগেটিভ হয়ে বাসায় ফিরেছেন। বুধবার (১৮ আগস্ট) তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল ছেড়ে বাড়িতে এসেছেন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আবুল মাল আবদুল মুহিতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সাবেক অর্থমন্ত্রী মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত ৪ আগস্ট তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘মুহিত ভাই ভালো আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি রাতে স্বাচ্ছন্দ্যে খাবার খেয়েছেন ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখেছেন।’
উল্লেখ্য, গত ২৪ জুলাই করোনায় আক্রান্ত হন ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়।
সেরা টিভি/আকিব