তালেবানদের অভিনন্দন জানাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
তালেবানদের অভিনন্দন জানাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা - Shera TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

তালেবানদের অভিনন্দন জানাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখা আফগানিস্তানের রাজধানী কাবুল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তালেবানকে অভিনন্দন জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে তালেবানকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অভিযান চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে আল-কায়েদা। অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিবৃতিতে বলা হয়, ‘অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায়’- তালেবানের জয় এটাই প্রমাণ করে। গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার ক্রমাগত তৎপরতা এক ধরনের প্রতারণা। এটি একই পথে ঘুরপাক খাওয়ার মতো, যার শুরু-শেষে কিছুই থাকে না।

যুক্তরাষ্ট্রের বিবেচনায় একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, গত রোববার তালেবানের কাবুল দখলের নেওয়ার দিন ইয়েমেনে উল্লাস করে একিউএপি’র সদস্যরা। এ সময় তারা আতশবাজি ও ফাঁকা গুলি করে তালেবানের ক্ষমতা দখল উদযাপন করে।

প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। ওই সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং তালেবান সরকারের পতন ঘটায়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360