বরিশালে ইউএনওর বাস ভবনে হামলার ঘটনায় দুই পক্ষের সমঝোতা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বরিশালে ইউএনওর বাস ভবনে হামলার ঘটনায় দুই পক্ষের সমঝোতা - Shera TV
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বরিশালে ইউএনওর বাস ভবনে হামলার ঘটনায় দুই পক্ষের সমঝোতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে অবশেষে সমঝোতা হয়েছে। ব‌রিশাল বিভাগীয় কমিশনা‌রের আহ্বা‌নে সি‌টি মেয়‌রের উপ‌স্থি‌তিতে এক‌টি বৈঠকে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে সমঝোতা হয়। রোববার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৯টায় বৈঠকটি শুরু হয়ে রাত পৌ‌নে ১১টা পর্যন্ত চলে।

বৈঠকে ব‌রিশা‌লের সাম্প্র‌তিক বিষয়া‌দি নি‌য়ে ইতিবাচক আলোচনা হয়েছে ব‌লে জানান মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট এ কে এম জাহা‌ঙ্গীর। তবে বৃহত্তর স্বা‌র্থে ‌বৈঠ‌কের খুঁটিনা‌টি জানা‌তে অপারগতা প্রকাশ করেন তি‌নি। মামলা‌ প্রত্যাহার করার ব্যাপা‌রে আলোচনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান। বৈঠ‌কে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভোকেট এ কে এম জাহা‌ঙ্গীর, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট তালুকদার মো. ইউনুস, প্যা‌নেল মেয়র গাজী নঈমুল হো‌সেন লিটু উপ‌স্থিত ছি‌লেন।

প্রশাস‌নের পক্ষ থে‌কে বিভাগীয় ক‌মিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মো. শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পু‌লিশ সুপার মারুফ হো‌সেন, র‌্যাব-৮-এর অধিনায়ক অতি‌রিক্ত ডিআইজি জামিল হাসানসহ মোট ১১ জন উপ‌স্থিত ছি‌লেন।

মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি আরও জানান, বিভাগীয় ক‌মিশনা‌রের পক্ষ থে‌কে চা‌য়ের দাওয়াত দেয়া হ‌লেও রা‌তের খাবার খে‌য়ে ফে‌রেন তারা। আর চা চক্রের এ বৈঠ‌ক শ‌া‌ন্তিপূর্ণ অবস্থা‌নে পৌঁছা‌নোর ইঙ্গিত দেয় বলেও ম‌নে ক‌রেন তি‌নি।

তবে এ বিষ‌য়ে ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার ও জেলা প্রশাস‌কের কো‌নো বক্তব‌্য নেওয়া সম্ভব হয়‌নি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360