সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান, ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার।
তিনি বলেন, কুমিল্লা-৭ সহ অন্যান্য পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিনক্ষণ নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক করবে নির্বাচন কমিশন। যেসব উপনির্বাচন স্থগিত রয়েছে, সেসব উপনির্বাচন ডিসেম্বরের মধ্যেই শেষ করবে ইসি। স্থগিত ছাড়াও যেসব নির্বাচনের মেয়াদ শেষ, কিংবা মেয়াদ শেষ হবার পথে সেসব নির্বাচনও সম্পন্ন করবে কমিশন।
গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ৫ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেন হাইকোর্ট। গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সেরা টিভি/আকিব