স্টাফ রিপোর্টার:
৩ দফা দাবি কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি গুলো হলো-
১. স্নাতক ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল পরীক্ষা স্ব স্ব কলেজের নিজস্ব বিভাগের দায়িত্ব অনলাইন নেওয়া।
২. প্রকাশিত রুটিনের কোন পরীক্ষা স্থগিত করা যাবে না ও ৯০ কার্যদিবসের মধ্যে ফলাফল দেওয়া।
৩. ৮ মাসে সেশন করে একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রকাশ করা।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা ), সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাত কলেজের অধ্যক্ষগণের এক বৈঠকে আট মাসে সেশনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কবে তা বাস্তবায়ন হবে তার আদৌ কোন নিশ্চয়তা নেই। ইতিমধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সক্ষমতা যাচাইয়ের জন্য অনলাইনে জরিপ করা হয়। এতে দেখা সাত কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী।
সেরা টিভি/আকিব