সেরা টেক ডেস্ক:
লেনদেনের সহজ প্ল্যাটফরম পেপাল চলতি সপ্তাহ থেকেই যুক্তরাজ্যের গ্রাহকদের বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও সংরক্ষণ সেবা দেবে। ফলে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো দেশে এ সেবার বিস্তৃতি ঘটালো কোম্পানিটি। বিশ্বে বর্তমানে পেপালের মাসিক সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ কোটি ৩০ লাখ। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মূলধারার আর্থিক প্রতিষ্ঠান হিসাবে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সিতে অ্যাক্সেস দিচ্ছে পেপাল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার সুবিধা চালু করে পেপাল। ডিজিটাল কয়েন ব্যবহার করে গ্রাহকরা যাতে তাদের নেটওয়ার্কের লাখো বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করতে পারেন, সেই লক্ষ্যে পরবর্তীতে সে সুবিধাও চালু করা হয়। পেপাল মনে করছে, নতুন এ সম্পদ শ্রেণিতে তাদের আকস্মিক এ যাত্রা বিশ্বে ভার্চুয়াল কয়েন ব্যবহারে উৎসাহ জোগাবে। এরই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বে নিয়ন্ত্রকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় পেপাল। প্রাথমিকভাবে পেপাল ওয়ালেট অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে পেপাল গ্রাহকরা বিটকয়েন, ইথার, লাইটকয়েন এবং বিটকয়েন ক্যাশ কিনতে পারবেন।
সেরা টিভি/আকিব