পুলিশ জানায়, গত ২০ আগস্ট ধামা ইউসুফের বিরুদ্ধে তার স্ত্রী নিজের মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলায় ইউসুফের বিরুদ্ধে তার বড় মেয়েকে যৌন নিপীড়ন ও মেঝো মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরো জানায়, ধামা ইউসুফ নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলো।
সেরা টিভি/আকিব