অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরের মুরাদপুরের জলাবদ্ধ একটি লানার তীব্র পানির স্রোতে পা পিছলে তলিয়ে যান পথচারী সালেহ আহমদ (৫০)। বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। কিন্তু গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দফায় দফায় তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি তার।
আজ ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল ও বিশেষ উদ্ধারকারী টিম তল্লাশি চালালেও খোঁজ মিলেনি তার। নিখোঁজ ওই পথচারীর নাম সালেহ আহমদ। তিনি চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাকিম।
জানা যায়, গত বুধবার সকাল ১১টায় পানির স্রোতে নিখোঁজ হন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুপুর পর্যন্ত তল্লাশি শুরু করে। তবে সন্ধান মিলেনি। এরপর হেল্পলাইনে ফোন পেয়ে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনার পরও খোঁজ মিলেনি। আজ সকাল ৬টায় তৃতীয় দফায় তল্লাশি চালিয়েও খোঁজ মিলেনি ব্যবসায়ীর।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও কাজ শুরু করে। আশপাশে কয়েকশ মিটার এলাকায় তল্লাশি চালানো হলেও খোঁজ মিলেনি। যদি নিখোঁজ ব্যক্তিটির মৃত্যু হয়, তাহলে সাধারণত ১৮ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠার কথা। সবকিছু মাথায় রেখে কাজ চলছে।
তিনি আরও বলেন, নালায় উদ্ধার অভিযান চালাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। নালা ময়লা আর আবর্জনায় ভর্তি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা দেখা গেছে। অনেক জায়গায় আবার নালা সংকীর্ণ অবস্থায় রয়েছে। ফলে সব জায়গায় সমানভাবে তল্লাশি চালানো যাচ্ছে না।
সেরা টিভি/আকিব