স্টাফ রিপোর্টার:
মতের সঙ্গে মিল না হলেই তাকে আক্রমণ করছে ক্ষমতাসীন দল। এখন রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে, প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কোন বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। এটা কেবল মাত্র রাজনৈতিক দল বিএনপি নয় এবং শুধু মাত্র বিরোধী দলগুলো নয় সবাইকেই নেমে আসতে আসতে হবে। আজকে কিন্তু প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কেউ কিন্তু বাদ যাচ্ছেন না। তাই সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে। যে ভয়ংকর দেশবিরোধী শক্তি জেঁকে বসেছে তাকে সবাই মিলে পরাজিত করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন যে প্রতিমূহুর্তে যেই একটু কথা বলছে তাদের মতের সাথে মিল হয়না তার প্রতি তারা চড়াও হচ্ছেন, তাকেই তারা আক্রমন করছেন। আজকে সত্যিকার অর্থেই এই ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে তারা তার মূল লক্ষ্য হচ্ছে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমাদের ভবিষ্যত বংশধরকে যদি সত্যিকার অর্থেই স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ দিতে চাই তাহলে আমাদের সকলকেই জােটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে।
সেরা টিভি/আকিব