স্টাফ রিপোর্টার:
রাজধানীর কামরাঙ্গীরচরের তারা মসজিদ এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে কারখানা মালিককে। জব্দকৃত পণ্যের মূল্য পাঁচ লাখ টাকা।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে বিদেশী বিভিন্ন নামী-দামী পণ্য নকল করে তা রাজধানীর চকবাজারসহ নানা জায়গায় বিক্রি করতো অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব। খবর পেয়ে অভিযান নামেন তারা। এসময় কারখানা থেকে নানান ধরনের নকল পণ্য জব্দ করা হয়। যার গায়ে বিএসটিআইয়ের মার্ক ছিল না।
নামীদামী কোম্পানির স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারি বিক্রি করতেন ওই ব্যবসায়ী। জনসন এন্ড জনসন, প্যারাসুট, ভাটিকা, কুমারিকা, ক্লিন এন্ড ক্লিয়ার, ভ্যাসলিনসহ প্রায় ১০ টি বিদেশী প্রসাধনী সামগ্রীর নকল মোড়ক পাওয়া যায় এই অভিযানে। বাজার থেকে কেজি দরে কেনা লোকাল শ্যাম্পুর সাথে রং আর পানি মিশিয়ে তৈরি করা হতো নামী দামী ব্রান্ডের শ্যাম্পু। জব্দকৃত পণ্য নষ্ট করা হবে বলে জানান তিনি।
সেরা টিভি/আকিব