দুই কন্যাশিশুকে তাদের জাপানি মা ও বাংলাদেশি বাবার সাথে গুলশানের একটি বাসায় ১৫ দিন থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি মনিটরিং করবে ঢাকা জেলার একজন সমাজকল্যাণ কর্মকর্তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। দুই কন্যাশিশুকে মা-বাবার হেফাজতে রাখার অধিকার চেয়ে বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের বিরোধ নিষ্পত্তির বিষয়ে মঙ্গলবার হাইকোর্টের রায়ে এ আদেশ দেয়া হয়। গতরাত পর্যন্ত হেফাজত নিয়ে একমত না হলেও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বের করার বিষয়ে একমত হয় বাবা-মা।
গত ২৩শে আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শিশু দুটিকে ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার আদেশ দেয়। আদালত সেইসঙ্গে ৩১ আগস্টের মধ্যে সমাঝোতায় পৌঁছানোর পরামর্শও দেয়। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে দু’পক্ষই সন্তানের অধিকার প্রশ্নে অনড় থাকায় সমাঝোতায় পৌঁছাতে পারেনি তারা।
সেরা টিভি/আকিব