অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণি এক নতুন বিবৃতিতে দেশটির সাংবিধানিক শাসন ব্যবস্থা রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। রাজধানী কাবুলে অগ্রসরমান তালেবানদের দেখে তিনি কয়েক মিলিয়ন ডলার হেলিকপ্টারে বোঝাই করে পালিয়েছেন এমন প্রতিবেদনগুলোকেও তিনি অস্বীকার করেছেন।
বুধবার টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে আশরাফ গণি বলেছেনঃ
“আমার প্রস্থান পর্যন্ত ঘটনাবলীর দীর্ঘ মূল্যায়ন করার উপযুক্ত সময় এখন নয়। আমি অদূর ভবিষ্যতে এসব বিস্তারিত ব্যাখ্যা করবো। কিন্তু আমাকে এখন ভিত্তিহীন সেইসব অভিযোগের বিষয়ে বলতে হবে যে, আমি কাবুল ত্যাগ করার সময় আফগান জনগণের লাখ লাখ ডলার নিয়ে এসেছি। এই অভিযোগ সম্পূর্ণ এবং স্পষ্টতই মিথ্যা। ”
নিজের বক্তব্য যে সত্য তা প্রমাণে যে কোন নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানান উল্লেখ করে গণি লিখেছেনঃ
“আমি এবং আমার স্ত্রী আমাদের ব্যক্তিগত অর্থের ব্যাপারে সৎ ছিলাম। আমি আমার সমস্ত সম্পদ প্রকাশ্যে ঘোষণা করেছি। আমার স্ত্রীর উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পত্তিও প্রকাশ করা হয়েছে এবং তার নিজ দেশ লেবাননে তালিকাভুক্ত রয়েছে।
আমি আমার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বা অন্য কোন উপযুক্ত স্বাধীন সংস্থার অধীনে আনুষ্ঠানিক নিরীক্ষা বা আর্থিক তদন্তকে স্বাগত জানাই।”
সেরা টিভি/আকিব