স্পোর্টস ডেস্ক:
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স। একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩১তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
করোনার প্রভাবে আইপিএল-২০২১ আসর শুরু হয়েও মাঝপথে বন্ধ হয়ে যায়। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আইপিএলের বাকি অংশের খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের সাক্ষাতে সাকিব আল হাসানদের কেকেআরকে ৩৮ রানে পরাজিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে বেঙ্গালুরু। টার্গেট তাড়ায় ১৬৬/৮ রানে গুটিয়ে যায় কেকেআর।
এবার ফিরতি লেগে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম হারের বদলা নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে অবশ্যই জিততে হবে। কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিথিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুনসন, বরুণ চক্রবর্তী ও প্রাসিদ কৃষ্ণা।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ডেবুট পাদিক্কল, ওয়ানেন্দু হাসারঙ্গা, সচীন বেবি, কাইল জেমিসন, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শ্রীকর ভারত।
সেরা টিভি/আকিব