স্টাফ রিপোর্টার:
খ্যাতিমান জাতীয় ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ মঙ্গলবার (২১শে সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। শ্বাসকষ্ট জনিত কারণে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো জালাল আহমেদকে। শারীরিক উন্নতি হলে বাসায়ও ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাখা হয় ভেন্টিলেশনে, ছিলেন আইসিইউতে।
শেষ পর্যন্ত পৃথিবি থেকেই চলে গেলেন এই ক্রীড়াব্যক্তিত্ব। ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। শুধু ক্রিকেটার আর কোচ হিসেবেই নয়, অবদান রেখেছেন ক্রীড়া সাংবাদিক হিসেবেও। পাশাপাশি বিসিবির আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
সেরা টিভি/আকিব