ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগান ইস্যুতে সার্কভুক্ত (সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক হওয়ার কথা ছিল।
এ বৈঠকে আফগানিস্তানের অংশগ্রহণের দাবি জানায় পাকিস্তান। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এমনকি তাদের সার্কের ওই বৈঠকে আমন্ত্রণও জানানো হয়নি। কিন্তু ওই বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রীকেও যেন অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সে বিষয়ে দাবি তোলে পাকিস্তান। তাতেই ভারতসহ অন্য দেশ আপত্তি তোলে। পরবর্তীতে বৈঠকই বাতিল করা হয়েছে।
নেপালের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সদস্যদের মধ্যে প্রবল মতান্তরের জেরেই এ বৈঠক বাতিল করা হচ্ছে। শুধু তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ গনির সরকারের কোনো প্রতিনিধিত্ব যাতে সার্কের বৈঠকে না থাকে, সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ। তবে বেশিরভাগ দেশই পাকিস্তানের দাবি মেনে নিতে নারাজ ছিল। তালেবান সরকারকে কেউই মানতে চায়নি। আর এ কারণেই বৈঠক বাতিলের পথেই হাঁটতে হল সার্ক সদস্যদের।
বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আফগানিস্তান সার্ক এর কনিষ্ঠতম সদস্য তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে ২০১৬ সালে ইসলামাবাদে সার্কভূক্ত দেশগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু উরিতে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ায় সেই বৈঠক বাতিল হয়। এরপর থেকে মুখোমুখি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে উচ্চপর্যায়ের আর কোনো বৈঠক হয়নি।
বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম অধিবেশন চলছে। এরই মাঝে ২৫ সেপ্টেম্বর সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। তালেবানকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছে চীন এবং পাকিস্তান। কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অধিকাংশ দেশই ধীরে চলার নীতি অবলম্বন করছে।.
সেরা টিভি/আকিব