অনলাইন ডেস্ক:
ফরিদপুরে নকল বিদেশি মদের একটি কারখানা শনাক্ত হয়েছে। এ সময় ছাত্রলীগের ফরিদপুর শহর শাখার তিন নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় গোয়েন্দা পুলিশের বিভিন্ন দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫২ বোতল ভর্তি বিদেশি নকল মদ, ৩০টি খালি বোতল, ১০ লিটার স্পিরিট, বিভিন্ন ধরনের কেমিক্যালসহ মদ তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়। গ্রেফতার হওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন— ফরিদপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ সরকার (২২), ১১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি শহরের দক্ষিণ আলীপুর মহল্লার বাসিন্দা এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মো. আশিক ফকির (২১) ও ঐ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক একই মহল্লার বাসিন্দা সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শিক্ষার্থী অনিক হোসেন (২৩)। জেলা ছাত্রলীগ সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ঐ তিন ছাত্রনেতা মাদকের সঙ্গে জড়িত থাকায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেফতার হওয়া অপর ব্যক্তিরা হলেন— শহরের রঘুনন্দনপুর এলাকার মো. তানভীর (১৯), একই মহল্লার মহিউদ্দিন শেখ ওরফে জুয়েল (৩২), শফিকুল ইসলাম (৩৪) ও শহরের দক্ষিণ আলীপুর মহল্লার ওবায়দুর শেখ (২১)। বাকি দুই জন কিশোর।
সেরা টিভি/আকিব