অনলাইন ডেস্ক:
উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আজ রবিবার সন্ধ্যায় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
এরই মধ্যে ওড়িশার উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে সেখানকার কর্তৃপক্ষ। ওড়িশার গোপালপুর ও অন্ধ্র প্রদেশের কালিঙ্গপাত্নামের মাঝামাঝি ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৫ কিলোমিটার থাকতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। গুলাবের কারণে পূর্ব উপকূলে ট্রেন চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ১৩টি দল ওড়িশায় ও অন্ধ্র প্রদেশে ৫টি দল নিযুক্ত করেছে কর্তৃপক্ষ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সব ধরনরে সহায়তা। একই ছবি রাজ্যের উপকূলবর্তী এলাকাতেও। মাইকে প্রচার করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে স্থানীয় প্রশাসন।
সেরা টিভি/আকিব