অনলাইন ডেস্ক:
ইউরোপ যাওয়ার পথে ২৫৪ জন অভিবাসন প্রত্যাশীকে তুরস্কে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক রয়েছে তা জানা যায়নি তুর্কি কর্মকর্তারা।
আজ রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। জানা গেছে, অনিয়মিত অভিবাসীরা এজিয়ান সাগরে নোঙ্গর করা একটি জাহাজে উঠছে বলে খবর পায় পশ্চিম মুগলা প্রদেশের ফেথিয়ে জেলার স্থানীয় একটি বাহিনী। তারা বিষয়টি কোস্টগার্ডকে জানায়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে প্রাদেশিক অভিবাসন অফিসে পাঠায়।
সেরা টিভি/আকিব