ডিম মানেই আমাদের মাথায় প্রথম যা আসে তা হল হাঁস, মুরগি সহ বিভিন্ন পাখির ডিম। ঠিক তেমনই দেখেতে বিপুল সংখ্যক বরফের ডিম ফিনল্যান্ডের সমুদ্র সৈকতে দেখা গেছে। রোববার স্থানীয় বাসিন্দা রিস্তো মাত্তিলা এই ডিমের ছবি তুলেছেন।
দ্য গার্ডিয়ান এর সূত্র ধরে জানা গেছে, গত রোববার হাইলোতো দ্বীপের মারজানিয়েমি সৈকতে রিস্তো ও তার স্ত্রী হাঁটছিলেন। এ সময় সৈকতের ৩০ মিটার এলাকাজুড়ে তারা ডিম্বাকৃতির বরফ দেখতে পান।
রিস্তো বলেন, ‘সবচেয়ে বড় ডিমগুলো ছিলো ফুটবলের সমান। এটা ছিলো অসাধারণ দৃশ্য। এ ধরণের দৃশ্য আমি কখনো দেখিনি।’
ফিনল্যান্ডের আবহাওয়া দপ্তরের বরফ বিশেষজ্ঞ জৌনি ভাইনিও জানান, এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। তবে উপযুক্ত আবহাওয়ায় বছরে একবার ঘটতে পারে।
তিনি বলেন,‘আপনার বাতাসের সঠিক তাপমাত্রা (শূন্যের সামান্য নিচে), পানির সঠিক তাপমাত্রা (বরফ হওয়ার কাছাকাছি), সরু ও মসৃন ঢালু বালুকাময় সৈকত, শান্ত ঢৈউ প্রয়োজন।মূলত বাতাসের প্রবাহের ভিন্নতাই বরফের এমন আকারের কারন’।