মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক - Shera TV
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক:

গভীর রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়।
অভিবাসনের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ বলেন, মধ্যরাত ১২টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করে তাদের কাগজ পত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
খায়রুল বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছে বলে ধার করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করে।
তার মতে, আটককৃতদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছে। এ ছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ এবং সাতজন মহিলা।

খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের বলেন, আশেপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে।
আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তারা আইন ভঙ্গের কারণে ৩৫০,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
আটক সকলকে আরও তদন্তের জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
যাদের আটক করা হয়েছে তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছে কারণ তাদের কাছে বৈধ ভ্রমণ কাগজপত্র বা ধারা ১৫ (১) সি নেই।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360