স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও এলাকার পূর্ব তেজতুরী বাজারে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে একটি বাসার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরপরই আহত দুই শিক্ষার্থীকে মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা যায়।
আহত শিক্ষার্থীদের একজন ইয়াসিন তালুকদার (৩১)। তার বাড়ি চাঁদপুর। অপর শিক্ষার্থীর নাম-পরিচয় না জানা গেলেও তার আনুমানিক বয়স (২৭) বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় ২৭/এ নম্বরের একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনতলার একটি রুমে তিনজন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। এই বিস্ফোরণে তারা আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান (ওসি) জানান, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্ফোরণটি ঠিক কী কারণে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি), ডিবিসহ পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন।
সেরা টিভি/আকিব