পুলিশ ও স্থানীয়রা জানায়, দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস বরযাত্রী নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহতদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানান ওসি।
সেরা টিভি/আকিব