কিছুক্ষনের মধ্যেই আঘাত হানতে যাচ্ছে প্রলয়ংকারি ঘূর্ণিঝড় বুলবুল।যার ভয়াবহতার ব্যপারে সংকিত সব মহল। কিন্তু এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের এত মিষ্ট নাম কে দিয়েছে প্রশ্ন জাগতেই পারে মনে।
জানা যায়, আগে সংখ্যা বা পরিভাষায় ঝড়ের নাম স্থির হত ৷ পরে ঠিক হয়, ঝড়ের একটা নাম দিলে তা মনে রাখতেও সুবিধা হয়, সংবাদ মাধ্যমের লেখালেখি করতেও সুবিধা ৷ যেসব ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল হত তাদের নামকরণের প্রথা শুরু হয় ৷ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করে । প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড।
বিগত বেশ কয়েক বছর ধরে এই আটটি দেশের তরফে আটটি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই ৬৪ টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ‘ফণী’, ‘তিতলি’, বা ‘আয়লা’। বর্তমানে এই তালিকার শেষ স্তম্ভ থেকে নাম বাছা হচ্ছে, ফলে এই অঞ্চলে পরবর্তী সাইক্লোনের নাম হতে চলেছে ‘পবন’, সৌজন্যে শ্রীলঙ্কা। ‘বুলবুল’ নামটি দিয়েছে পাকিস্তান ৷