স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ৩৮তম জন্মদিন আজ। একই সঙ্গে তার ছেলে সাহিল মোর্ত্তজারও জন্মদিন। মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেয়ার জীবন্ত কিংবদন্তি তিনি। তবে ভাগ্য বেশ কয়েকবারই থামিয়ে দিতে চেয়েছিল তাকে, চোট করে নিয়েছিল সঙ্গী। তবুও দমে যাননি, উঠে দাড়িয়েছেন, চোখের পানি মুছে ছুটেছেন নতুন উদ্যমে।
কারো কাছে ম্যাশ, কারো কাছে মাশরাফী, নতুন পরিচয় এমপি হলেও ক্রিকেটপাড়ায় নাম নড়াইল এক্সপ্রেস। ছোটবেলার দুরন্ত কিশোরটি অবশ্য এলাকায় পরিচিত ছিল কৌশিক নামে। সেই মাশরাফী দেখতে দেখতে জীবনের ৩৮টি বসন্ত পার করে ফেলেছেন।
বিষয়টা কাকতালীয় হলেও সত্য আজ ম্যাশ পুত্র সাহিল মোর্ত্তজারও জন্মদিবস। আট বছরে পা দিয়েছে জুনিয়র ম্যাশ। জন্মদিনে ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন ফেইসবুকে। সাহেলকে উদ্দেশ্য করে বলেছেন, তোর বাবা হিসেবে একদিন আমি গর্বিত হতে চাই।
বয়স যখন ১৮, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাশরাফীর। এরপর সুদীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে রয়েছে অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। টাইগার ক্রিকেটের বরপুত্র এখন দলের বাইরে। টি-টোয়েন্টি আর ওয়ানডে থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে প্রায়ই দেখা যায় ম্যাশকে।
মাঠের বাইরে থেকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। মাঠে গিয়েও করাচ্ছেন কোচিং। যতদিন বেচে আছেন, টাইগারদের পাশেই থাকবেন, এমনটাই আশা ভক্তদের।
সেরা টিভি/আকিব