এবার গ্রেফতার ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
এবার গ্রেফতার ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক - Shera TV
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

এবার গ্রেফতার ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিরুদ্ধে অভিযানে এবার গ্রেপ্তার হলেন অনলাইন টিকেটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র (www.24tkt.com) পরিচালক মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

আজাদ রহমান বলেন, রফিবুল হাসানের বিরুদ্ধে ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন মো. মুসা মিয়া সাগর নামে এক ব্যক্তি। মামলায় আসামি হিসেবে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী ও মো. রাকিবুল হাসান, পরিচালক (ফিন্যান্স) মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল, রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানার নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তিনি আরো জানান, সোমবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেন বলে অভিযোগ আনা হয়। রাফিবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে ২৪ টিকেটি ডটকম (www.24tkt.com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা বিডি টুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান। বিডি টুরিস্টেরও মালিকানায় রয়েছেন টিকেটির আব্দুর রাজ্জাক।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360