স্টাফ রিপোর্টার:
পল্লবী থেকে নিঁখোজ তিন কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। কক্সবাজার থেকে ঢাকায় আসার পর রাজধানীর বেড়িবাধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। তাদের অবস্থান শনাক্তের পর আমাদের একটি টিম কক্সবাজারে যায়। সেখানে আমাদের সদস্যরা তাদের অনুসরণ করে। গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। মিরপুরে প্রবেশের সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাদেরকে শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা তিনজনই সুস্থ আছেন।
গত ৩০শে সেপ্টেম্বর বাসা থেকে বিপুল নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পল্লবী থেকে দিলখুশ জান্নাত নিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার নামে তিন বান্ধবী বাসা থেকে বের হন। তারা কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বের হলেও আর বাসায় ফেরেননি। পরে নিখোঁজদের পরিবার জানায়, ওই ছাত্রীরা বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণের গহনা, নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছে।
এ ঘটনায় গত শনিবার (২ অক্টোবর) রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় গত রবিবার (৩ অক্টোবর) রকিবুল্লাহর (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে আসামি মো. তরিকুল্লাহ (১৯), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
সেরা টিভি/আকিব