সপ্তম ধাপের ১০ পৌরসভা নির্বাচনে ৬১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সপ্তম ধাপের ১০ পৌরসভা নির্বাচনে ৬১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

সপ্তম ধাপের ১০ পৌরসভা নির্বাচনে ৬১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

সপ্তম ধাপের ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আজ রবিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর ১০টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। পৌরসভাগুলো হলো- নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল রবিবার বিকেল ৫টা। ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ জন, জাতীয় পার্টির একজন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন ও স্বতন্ত্র থেকে ২৬ প্রার্থী অর্থাৎ মোট ৪১ প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১২৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে সোমবার, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হবে ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360