ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুইজন নিহত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুইজন নিহত - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুইজন নিহত

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

অনলাইন ডেস্ক ঃঃ

বাংলাদেশে খুব একটা দাগ না কাটলেও ঘূর্ণিঝড় বুলবুল তার রুপ দেখিয়েছে ভারতে।শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে দুজন নিহত হয়েছে। নিহতদের একজন পশ্চিমবঙ্গের এবং আরেকজন উড়িষ্যার বাসিন্দা। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

গণমাধ্যমটি জানায়, শনিবার ভোর থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে কলকাতা ও এর আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাত ১১টার দিকে উচ্চগতির ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়ায় এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আঘাত হানতে পারে বলে সংবাদ সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমটি। এরপর ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে বাংলাদেশের সুন্দরবন বদ্বীপের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

এদিকে অন্তত দুজনের মৃত্যুর খবর জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বলছে, পশ্চিমবঙ্গ ও উড়িশায় বুলবুলের তাণ্ডবে দুজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন, বাংলার ওপর দিয়ে বয়ে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। আমাদের রাজ্য প্রশাসন পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখছে। আমরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এনডিআরএফ-এসডিআরএফ দলও মোতায়েন করা হয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্কুল ও কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360