ভারতের বিপক্ষে সিরিজ জয়ের উদ্দেশ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল। এই জয়টি ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু পরের ম্যাচেই হেরে যায় টাইগাররা।সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। আজ তাই শেষ ম্যাচ পরিনত হয়েছে সিরিজ নির্ধারণী ফাইনাল এ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে এক পরিবর্তন। পেসার আল আমিনের জায়গায় দলে জায়গা পেতে পারেন স্পিনার আরাফাত সানি তবে পিচ পেস সহায়ক হলে আল আমিনের জায়গায় আসতে পারেন আবু হায়দার রনিও।
প্রথম ম্যাচে ভালো বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি আল আমিন। যার ফলে তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন সানি। অন্যদিকে ভালো পারফর্ম করতে না পারলেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি/আবু হায়দার রনি, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।