স্টাফ রিপোর্টার:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবারো ভর্তি হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এ সময় তাকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন চিকিৎসকরা।
এর আগে, বিকেল সাড়ে তিনটার দিকে গুলশালের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপার্সন।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন। শরীরে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সেজন্য মেডিকেল টিমের সদস্যরা চেকআপের জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড উনার শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন। হাসপাতালে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ৯ই মে খালেদা জিয়া করোনামুক্ত হন।
সেরা টিভি/আকিব