অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যের ব্রিস্টলে ব্যারিস্টারি পড়তে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ফাহাদ হোসেন প্রামাণিক নামের যুবক। মঙ্গলবার পরিবার ও এলাকাবাসীর অশ্রুজলে তাকে বিদায় জানানো হয়। এর আগে শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে এবং চাকলাহাট এর নেকিপাড়া মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
ফাহাদ পঞ্চগড় শহরের উত্তর জালাসী এলাকার ব্যবসায়ী নাজমুল হক প্রামাণিকের ছেলে। তিনি ব্যারিষ্টারি পড়তে লন্ডনে ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে একটি বাড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ফাহাদ। পরদিন পুলিশ ওই বাড়ির একটি কক্ষ থেকে ফাহাদসহ দুজনের মরদেহ উদ্ধার করে। ১৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে ফাহাদের খুন হওয়ার বিষয়টি জানতে পারেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
সেরা টিভি/আকিব