অনলাইন ডেস্ক:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু এলাকা থেকে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ছয়দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করলে বিচারক আরফাতুল রাকিব ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
লৌহজং থানার ইন্সপেক্টর মোঃ রাসেল মিয়াঁ জানান, গত বুধবার (১৩ অক্টোবর) বিকালে গ্রেপ্তারকৃত আসামিকে মুন্সিগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর বিচারক বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে। সে তার পিতার নাম বিন্দাশ্রী বিহার বলে দাবি করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পদ্মাসেতু এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা আসামিকে আটক করে লৌহজং থানায় হস্তান্তর করে।
সেরা টিভি/আকিব