স্টাফ রিপোর্টার:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৪ই নভেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা আলাদা আলাদা সময়ে হবে।
বুধবার দুপুরে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। এছাড়া, পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এসময় দীপু মনি বলেন, এবারের পরীক্ষায় অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। গত বছরে তুলনায় ২০২১ সালে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সকল বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার ব্যয় কমবে। তাই পরীক্ষার্থীদের ফরম পূরণের কিছু অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।
সেরা টিভি/আকিব