পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি - Shera TV
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ, বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ও এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, স্থানীয় সরকারের মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার জসিম উদ্দিন এবং বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম।

কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360