স্টাফ রিপোর্টার:
তিনদিনেও উদ্ধার হয়নি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি শাহ আমানত। ফেরিতে আটকে থাকা তিনটি ট্রাক উদ্ধারে আজ সকাল থেকে অভিযান চলছে। এ পর্যন্ত ৫টি ট্রাক ও ৬টি কাভার্ড ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নিতে প্রত্যয়ের পরিবর্তে জাহাজ রুস্তমকে আনার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি শাহ আমানত থেকে যানবাহন উদ্ধার করতে তৃতীয় দিনের মতো অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ। চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে একটি ট্রাক।
আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, যানবাহন উদ্ধার শেষে বেসরকারি জাহাজের সহায়তা নিয়ে উদ্ধার করা হবে ফেরিটি। তবে কিভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে শঙ্কা রয়েছেন ডুবে যাওয়া ফেরিতে থাকা ট্রাক চালক ও ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ১৭টি যানবাহন নিয়ে পাটুরিয়াঘাটের উদ্দেশে ছেড়ে আসা শাহ আমানত ফেরি সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে পৌঁছার পর পরই হেলে যায়।
এ সময় দু’তিনটি ট্রাক ও কয়েকজন যাত্রী ঝুঁকি নিয়ে নামার সুযোগ পেলেও ততক্ষণে ফেরিটির বেশিরভাগ অংশ ডুবে যায়। আর বাকি যানবাহন পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সেরা টিভি/আকিব