স্টাফ রিপোর্টার:
বিদেশে পাচারের উদ্দেশে রাজধানীতে জড়ো করা ২৩ নারীকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (২৯ অক্টোবর) র্যাব হেড কোয়াটার্সের আইন ও গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান বলেন, রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব নারীদের উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্র লেখাপড়ায় অমনোযোগী, নিম্নবিত্ত, অসচ্ছল পরিবারের নারীদের নানা প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশে একত্রিত করেছে। এরকম তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার করে র্যাব। প্রাথমিকভাবে জানা গেছে তাদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করা হতো।
সেরা টিভি/আকিব