স্টাফ রিপোর্টার:
চার দিনেও উদ্ধার হয়নি পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি শাহ আমানত। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’।
শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর সদস্যরা। সবশেষ দুটি যানবাহন উদ্ধার করে আজই শেষ হতে পারে অভিযান এমনটাই জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উদ্ধার বিভাগের যুগ্ম পরিচালক ফজলুর রহমান।
এদিকে, এখন পর্যন্ত ৭টি ট্রাক ও ৬টি কাভার্ড ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে হেলে যায় শাহ আমানত ফেরিটি। এসময় ফেরিতে থাকা ১৪টি ট্রাকসহ প্রায় ৩৩টি যানবাহন পড়ে যায় পদ্মা নদীতে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৮০ সালে শাহ আমানতসহ আটটি রো রো ফেরি ডেনমার্ক থেকে আনা হয়েছিল। ৮০০ টন ওজনের শাহ আমানত ফেরিটি ২৫টি যানবাহন বহন করতে সক্ষম।
সেরা টিভি/আকিব