অনলাইন ডেস্ক:
কর্মী সংকট ও খারাপ আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে ১৪শ’র বেশি ফ্লাইট বাতিল করেছে আমেরিকান এয়ারলাইন্স। এর মধ্যে গত দুই দিনেই বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট।
আমেরিকান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সেইমৌর সাংবাদিকদের জানান, খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে এই সংকট শুরু হয়। প্রচণ্ড ঝড়ের কারণে ডালাস হাবে কোম্পানির কার্যক্রম ব্যাহত হয়।
এ সময় ফ্লাইটগুলোর জন্য নির্ধারিত কর্মীদের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। কর্মী সংকটের কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে নতুন মাসের শুরুতে এই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডেভিড আরও জানান, করোনা মহামারীর কারণে চাকরি হারানো ১৮শ কর্মীকে কাজে ফিরিয়ে আনা হবে এসময়। এবং ডিসেম্বরের শেষে বিমানবন্দরসহ ফ্লাইট পরিচালনায় আরও সাড়ে চার হাজার কর্মী নিয়োগ দেয়া হবে।
আমেরিকান এয়ারলাইন্স প্রতিদিন ৫০টি দেশের ৩৫০টির বেশি শহরে ৬ হাজার ৭শ ফ্লাইট পরিচালনা করে থাকে। এদিকে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার পর ভ্রমণ চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির অনেক এয়ারলাইন্স কোম্পানিই কর্মী সংকটে পড়েছে।
সেরা টিভি/আকিব