বর্ণাঢ্য আয়োজনে আসাদুজ্জামান নূরের ৭৫ তম জন্মদিন পালিত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বর্ণাঢ্য আয়োজনে আসাদুজ্জামান নূরের ৭৫ তম জন্মদিন পালিত - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে আসাদুজ্জামান নূরের ৭৫ তম জন্মদিন পালিত

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন উদযাপন করেছে সুহৃদ, সহকর্মী ও শিল্পীরা। রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’।

‘শুভ ৭৫’ শিরোনামের এই আয়োজনের শুরুতে আসাদুজ্জামানের জনপ্রিয় পরিবেশনা সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ‘নূরলদীনের সারাজীবন’ এর মুখবন্ধের আবৃত্তির সঙ্গে নৃত্যশিল্পীরা তাকে মঞ্চে উপস্থাপন করেন।
দেশের সংস্কৃতিকর্মীদের পক্ষে আসাদুজ্জামান নূরকে শুভেচ্ছা জানান জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক অনুপম সেন ও সদস্য সচিব গোলাম কুদ্দুছ।

উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আসাদুজ্জামান নূরকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার পোশাক পরিয়ে দেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও কবি কামাল চৌধুরী।

এরপর প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ। এসময় মিলনায়তনের বিভিন্ন প্রান্ত থেকে কণ্ঠ মেলান বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360