তসলিমাকে সাত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে টুইটারে জানালেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন-কে তসলিমা বলেন, ‘‘ফেসবুকও কেন জেহাদিদের কথা শুনে আমার মতো একজন মানবাধিকারকর্মীর অ্যাকাউন্ট বার বার নিষিদ্ধ করছে?’’
প্রথমে একটি টুইটে তসলিমা লেখেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবার সাত দিনের জন্য নিষিদ্ধ করল।’ পরে আরও একটি টুইটে তিনি তার মতো করেই এর কারণ ব্যাখ্যা করেছেন।
এর সপ্তাহ তিনেক আগেই তসলিমার অ্যাকাউন্ট সাত দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল ফেসবুক। আক্ষেপের সুরে আনন্দবাজার অনলাইন-কে তসলিমা বলেন, ‘‘জেহাদ, জেহাদি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখলেই ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করছে। আমি ফেসবুকে কিছু লিখলে জেহাদিরা রিপোর্ট করে আর ওদের কথা শুনে ফেসবুক আমায় বার বার নিষিদ্ধ করে।’’
তসলিমার প্রশ্ন, ‘‘আমার মতো যাঁরা মানবাধিকার নিয়ে সরব হন, তাঁদের অ্যাকাউন্ট কেন সুরক্ষিত রাখে না ফেসবুক? আজ জেহাদিদের জন্যই ২৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছি আমি। আমার মতো মানুষদের কিছু বলার থাকলে ফেসবুকেই সেই মতপ্রকাশ করি আমরা। যদি এই জায়গাটাও নষ্ট হয়ে যায়, তা হলে আর কিছুই বলার নেই।’’
সেরা টিভি/আকিব