স্টাফ রিপোর্টার:
নৌকায় ভোট না দিলে দাফন এবং মসজিদে নামাজ আদায় করতে দেয়া হবে না, এমন হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম।
সোমবার রাতে উখিয়ার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনি প্রচারণার অফিস উদ্বোধনের সময় এমন হুমকি দেন তিনি। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে শাহ আলম বলেন, ভোট না দিলে কী হবে? চিহ্নিত হবে। কবরস্থান চৌধুরীপাড়ায় হবে। এখানে আসতে পারবে না। আর এখানকার কবরস্থানে কবর দিতে দেব না। কবরস্থান আমার। এখানে আমি কাউকে কবর দিতে দেব না। সোজা কথা, বাংলা কথা। চৌধুরীপাড়ায় এই লাশটাকে চলে যেতে হবে। মসজিদেও আসতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ। এই পাঁচ, আট, দশজনের সবকিছু বন্ধ করে দেয়া হবে। সবাইকে চিহ্নিত করে রাখা হবে। সবকিছু বন্ধ হয়ে যাবে।
সেরা টিভি/আকিব