সিরি আ লিগ এর ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে জুভেন্তাস। ৭৭ মিনিটে গোল করে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার পাওলো দিবালা।কিন্তু এই দিবালাকে নিয়েই বিতর্কে জড়িয়েছেন ক্লাবটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫৫ মিনিটে রোনালদোকে তুলে পাওলো দিবালাকে নামান ম্যানেজার মাউরিসিয়ো সাররি। ম্যানেজারের এই সিদ্ধান্তেই নাকি চটে গেছেন সিআরসেভেন।
ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, মাঠ ছাড়ার গম্ভীর মুখে বসে ছিলেন রোনালদো। ম্যানেজার সাররির সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলতেও দেখা যায় তাকে। যা স্পষ্ট ধরা পড়ে টিভি ক্যামেরায়। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগেই একেবারে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এই আচরণের কড়া সমালোচনা করে সাবেক কোচ ফাবিয়ো কাপেলো বলেন, ‘রোনালদোকে তুলে নিয়ে ঠিকই করেছেন সাররি। সতীর্থদের শ্রদ্ধা করা জানতে হবে।
ক্রিশ্চিয়ানো চ্যাম্পিয়ন, তা নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু গত তিন বছরে সে কাউকে কাটিয়ে বেরোতে পারেনি। ‘
যদিও জুভেন্তাস ম্যানেজার সাররি রোনালদোর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যদি ও ক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে সেটা খেলারই অঙ্গ। যেকোনো ফুটবলারই মাঠ ছাড়তে রাজি থাকে না; বিশেষ করে সে যদি দলের সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করে। বরং সে মন খারাপ না করলে, সেটাই চিন্তার বিষয়। ‘