বন্যা ও ভারি বৃষ্টিপাত ছাড়াও ভূমিধসে আরও ৫ জন আহত হয়েছেন। এদিকে, ভারতের তামিলনাড়ুতে বন্যায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই অঞ্চলে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে আরও এগিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এরই মধ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। এই দুই রাজ্যে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তামিলনাড়ুর নিম্নাঞ্চল থেকে এরই মধ্যে কয়েকশ’ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্যটিতে বন্যার পানিতে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেক জায়গায় সড়ক ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
সেরা টিভি/আকিব