বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ৮ নম্বরে ঢাকা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ৮ নম্বরে ঢাকা - Shera TV
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ৮ নম্বরে ঢাকা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক: বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক জলবায়ুবিষয়ক সংস্থা আইকিউএয়ার এর প্রকাশিত তালিকায় দূষিত শীর্ষ ১০ শহরের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮। /প্রকাশিত তথ্য অনুযায়ী, দূষিত দশ শহরের তালিকায় ভারতেরই রয়েছে ৩টি শহর। এছাড়া পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি শহর রয়েছে।

একিউআই অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘অত্যধিক খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে দূষণের মাত্রা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় ৪৬০ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি। দ্বিতীয় (৩২৮) পাকিস্তানের লাহোর। তৃতীয় (১৭৬) চীনের চেংদু, চতুর্থ (১৬৯) ভারতের মুম্বাই, পঞ্চম (১৬৫) পাকিস্তানের করাচি, ৬ষ্ঠ (১৬৫) ভারতের কলকাতা, ৭ম (১৬৪) বুলগেরিয়ার সোফিয়া, ৮ম (১৬০) বাংলাদেশর ঢাকা, ৯ম (১৫৯) সার্বিয়ার বেলগ্রেড এবং দশ নম্বরে (১৫৮) আছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360