দুই কর্মকর্তার আইডি হ্যাক করে ১৫৩ টন গার্মেন্টস পণ্য খালাস - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দুই কর্মকর্তার আইডি হ্যাক করে ১৫৩ টন গার্মেন্টস পণ্য খালাস - Shera TV
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

দুই কর্মকর্তার আইডি হ্যাক করে ১৫৩ টন গার্মেন্টস পণ্য খালাস

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তার আইডি হ্যাক করে বন্দর থেকে ১৫৩ টন গার্মেন্টস পণ্য খালাস করে নিয়েছে একটি চক্র। খালাস হওয়া ৯টি চালানের মধ্যে ৬টির আমদানিকারক ঢাকার, বাকি ৩টির আমদানিকারক ঈশ্বরদী ইপিজেডের।

এ বছরের জুন ও অক্টোবরে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা জানাজানি হয়। ঘটনা তদন্ত শুরু করছে কাস্টমস কর্তৃপক্ষ।

চলতি বছরের মে মাসে সিলেটে বদলি হন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আমির হোসেন আর সাময়িক বরখাস্ত ছিলেন জয়নাব বেগম। কিন্তু জুন ও অক্টোবরে কাস্টমসের এই দুই কর্মকর্তার এনবিআর সার্ভার অ্যাসাই কুডা ওয়ার্ল্ডের আইডি ব্যবহার করে খালাস করা হয় ৯টি চালান। নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা কর্মস্থলে না থাকলে তার আইডি বন্ধ থাকার কথা।

প্রায় ১৫৩ টন গার্মেন্টস পণ্য বন্দর থেকে খালাস করে প্রত্যয় ইন্টারন্যাশনাল নামে সিএন্ডএফ এজেন্ট। সিএন্ডএফ এজেন্ট প্রত্যয় ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কে আমি কিছু বলতে পারব না। আমার কাছে সেরকম কোন তথ্য নাই। আমদানীকারকদের একজনকেও আমি চিনিনা। তবে এর পেছনে কারা রয়েছে তা তদন্ত করে বের করার কাজ চলছে।

২০১৯ সালেও চট্টগ্রাম কাস্টমসের সাবেক দুই কর্মকর্তার মুহিবুল ইসলাম ও ফজলুল হকের ইউজার আইডি ব্যবহার করে ৩ হাজার ৭শ ৭৭টি চালান অবৈধভাবে খালাস করা হয়। এ ঘটনায় বন্দর ও কাস্টমসের ৩২ কর্মকর্তা, ৭ সিএন্ডএফ এজেন্ট ও ১৪ আমদানিকারককে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে বা কীভাবে এই ঘটনা ঘটেছে তা বেরিয়ে আসবে।

পণ্যের মূল্য ফাঁকি ও গুণগত মান নিয়ে জালিয়াতি, পরিমাণ ও ওজনে কম দেখানো এবং পণ্যের এইচএস কোড জালিয়াতি করে চালান খালাসে সক্রিয় একটি চক্র। সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আইএমএম রফিকুল ইসলাম বলেন, কাস্টমসে একটি সক্রিয় দালাল চক্র রয়েছে। আর এদের কারণেই এখানে সব রকম অঘটন ঘটছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের আইডি হ্যাক করে এমন ঘটনা ঘটাচ্ছে।

এদিকে, শুল্ক পরিশোধ ও পণ্য খালাস কিংবা কী পরিমাণ পণ্য বন্দরে আছে তার হিসাব মিলিয়ে দেখার সমন্বিত কোনো ব্যবস্থা নেই বন্দর ও কাস্টমসগুলোতে। আর এই সুযোগে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাস বা পাচারে সক্রিয় চক্রটি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360