আকিব মাহমুদ:
রাজধানীর রামপুরা বাজারের কাছে বাসচাপায় মাইনুদ্দিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর রামপুরা এলাকার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা তাদের দাবী দাওয়া বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভে অংশ নেয়া শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন গতকাল রাতে অনাবিল বাসের চাপায় আমাদের এক সহপাঠির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগেও সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে তারপরেও ব্যাবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। আমরা আসামীদের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নেমেছি। এই দাবী আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না বলেও জানান তিনি।
এদিকে সড়ক অবরোধের ফলে ব্যাস্ত রাজধানীর সড়কগুলোতে তীব্র যানযনটের সৃষ্টি হয়েছে। রাস্থায় আটকা পরেছে হাজার হাজার যানবাহন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যহত রয়েছে।
সেরা টিভি/আকিব