ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব শুরু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব শুরু - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

আজ শুরু হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।

গেল পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশ বছর পূর্ণ হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তখন স্থগিত করা হয় সব অনুষ্ঠান। পরে সিদ্ধান্ত নিয়ে শতবর্ষ উদযাপনের নতুন সময় নির্ধারণ করা হয়। বিজয়ের মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হচ্ছে আজ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের উদ্বোধন করা হবে।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। শতবর্ষের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভূটানের প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং। বক্তব্য রাখবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন ও শতবর্ষের থিম সং পরিবেশন করা হবে। এছাড়া শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বই, ফটোগ্রাফি অ্যালবাম ও ওয়েবসাইট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বিকেল চারটায় কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একই ভেন্যুতে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ১২ই ডিসেম্বর বিকেল ৪টায় আলোচনা সভা হবে।

এছাড়া ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য কনসার্ট হবে। সবশেষ সন্ধ্যায় আতশবাজি ও লেজার শো’র মাধ্যমে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360